রাতের বাতাসে
জোছনা সলকের গন্ধ পাই!
প্রেমযমুনার ঘাট
এগে আসছে বালুচর সামনে
তবু ছলাত ছলাত-
জল ঢেউ ঘুমায় দীর্ঘ মোড়
খুব আপন মনে;
অথচ রাতের শিশিরে বাঁধা
মমতার চোখ আঁচড়
লাগেনি, ওখানেই অভিমান
ঝড়, তুফান, বর্ষা
জোনাকির যেনো আঁধারে বাসর।


১২ আশ্বিন ১৪৩০, ২৭সেপ্টেম্বর ২৩