জীবিত দেয়ালের চারপাশে ঘুরতেছিলাম;
নিঃশ্বাসের ঘ্রাণে নৈঃশব্দের অনুভবে ভাসতেছিলাম
টিভির ঘরে নাকট সিনেমার দৃষ্টি চোখ একইছিল
মাটির গা জুড়ে কলঙ্ক বুঝতাম না-চাঁদও কলঙ্ক আছে,
শুধু শুনতাম; তখন থেকেই সব যত প্রশ্ন জোয়ার
কলঙ্ক কি- কলঙ্ক কি? কলাগাছ দেখে বুঝলাম-
যখন কলাগাছের কলঙ্ক হয়, তখন নাকি
সে মারা যায়; অথচ কলঙ্ক ছাড়া বরই, তেঁতুল,
এমনকি আম গাছ হয় না; পথিকের দৃষ্টি পলক পরে
হাত ছুঁয়া ঢিল মারে; এই হলো প্রেমের কলঙ্ক-
একদিন এভাবে কলঙ্ক আলু ভর্তা দেহে মাখলাম
জোনাক জ্বলা রাতে প্রেমের সূর্যমুখির ঘ্রাণ ছুঁইলাম।


০৩ আশ্বিন ১৪২৯, ১৮ সেপ্টেম্বর ’২২