মিষ্টিমুখে নীতি কথার ব্যবহার দেখে
মনে হয় কোথাও ঈশ্বর দেখি নাই;
ঠোঁটের ফাঁকে সত্য মিথ্যার ভেদাভেদে
নিজেরাই ঈশ্বর মনে করি, সব সময়-
মুখের নীতি আদর্শ শুধু চোরাবালি;
ভোরে কাক ডেকে তুলে আয়- আয়!
সূর্য অস্ত যাওয়ার সময় হাতের ফাঁকে
বাবুই পাখির গান শুনে দুচোখ ঘুমাই
এই তো হলো এখনকার নীতি আদর্শ
নিজ স্বার্থ রক্ষা হলেই ঈশ্বর- ঈশ্বর।


১০ আশ্বিন ১৪৩০, ২৫সেপ্টেম্বর ২৩