=======================
সোনালী কবিতার চোখে ঘুম নেই
নির্ঘুম হাজার স্বপ্নঘোর স্বপ্ন ভাঙ্গা রাত-
যাদের সরিষার চাষ হলো অভিরাম উদ্দাম-
তৈলক্ত দাম কশিলো কম বেশী কম কম
চকচকা তৈল সাজিলো ঊষার চাঁদে সংযম!


তবুও কবির কবিতা আসতে চায় দুর্বাঘাসে-
তারার ফাঁকে- জল ভিজা তেজি ফাল্গুনে;
অফসোস মিলোনা ঝিলিমিলি শশী, হয়তো
আবারও অপেক্ষা যদি মিলে অমরত্ব পুরুস্কার
জোছনা ঝরা জ্যাতি ফাল্গুন ভরা স্বর্ণ পাপড়ি।


এই ভেবে কবিতার এতটুকু ঘুম নাই ঘুম নাই
আকাশ ভাঙ্গা বৃষ্টি নাই -কাদাখোঁচার মিছিল নাই-
অতঃপর সমস্ত উচ্ছ্বাস হবে শুধু মরণোত্তর।
২২-০২-১৮
=======