ঐ গায়ের ওখানে-
শৈশব নেই, বাল্যকাল নেই
মৃত দুর্বল ঘাস ধু ধু-
খা খা করছে, দিব্যি দেখতে পাই;
প্রাণ চঞ্চল পথ গুলো
বহুদূর মনে হচ্ছে, ক্রমান্বয়ে
সরে যাচ্ছে, দীর্ঘশ্বাস-
আকাশ ছোঁয়া ভারি হচ্ছে;
অথচ সোনালি চোখ
ঝর্ণা ধারায় প্রবাহিত দিত্যক্ষণ!
ঐখানে আফসোস নেই-
শুধু জীবন্তলাশের গন্ধ কুরে খাচ্ছে।


০৩ আশ্বিন ১৪৩০, ১৮ সেপ্টেম্বর ২৩