চোখের মধ্যে আগুন
দাঁতের ঘর্ষণে ভাব-
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
পেটে যায় না বেগুন;
চেয়ে দেখে আমজনতা
আর আসে না ফাল্গুন!
কত নিজেই জ্বলে পুড়ে
নেই আর হুশ- এভাবে
থাকার চেয়ে হই কুশ;


২৬ আশ্বিন ১৪৩০, ১১ অক্টোবর ২৩