তুমি সাত রঙ দেখো
আর দেখো আকাশ-
দেখো না শুধু আমার
কষ্ঠ উড়া বাতাস;
আমি ভেসে যাই
মেঘে মেঘে বৃষ্টি হবো বলে
তুমি বজ্রপাত হও
আমাকে পোড়াবে বলে;
আমি ফুলের রেণু
পাপড়ি ঝরা রাস্তার মোড়!
তুমি সুর হারা বেণু
ঘুম পারা মাটিতেই গোড়।

০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে’২৪