আকাশে মেঘ হলো,
বৃষ্টি ভেজাও হলো
হলো রৌদ্র পোড়া;
কত দিন গেলো
যুগের পর যুগ-
তবু হয় না আর দেখা;

মনের বাউড়
মনেতেই বাস করে
ঝড় হাওয়ার
নেই কোন পূর্বভাষ
আশি সেলসিঁসেস বয়ে যায়
নুনা বাতাস;

চাঁদ তারার রাত
ডাকি কত সাজ
পূর্ণিমায় নীরবতা
তবু হয় না আর দেখা
আয় আয় না আঁধার
নেই তেমন অভিমানী
তবু শীতল হয়ে যাই;

২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে’২৪