আজ চিঠি লেখার ভাবনাগুলো
ঐক্ষণে মাটির জোছনা রূপে বন্দী;
সেই কবে, কখন নেম্পু জ্বলে চিঠি-
অম্লান করে, একলা রাতের চাঁদ!
তবু জানি ভাবতে বড় মজা লাগে
মুচকি হাসি ফুটে,মেঘলা হাহাকার;
এখন নিশিভোরে স্বপ্ন ডালি সাজে
দীর্ঘশ্বাস ছুটে যায় দুরন্তপনার মাঠ;
দুঃসাহসে নীরব থাক লজ্জা যেনো
তেরসমুদ্রে ভেসে যায় চিঠির পাতা!
তারপর সাদা বর্ণমালার রক্তক্ষরণ
আইল পাথারে হলো একলা মরণ।


২১ ভাদ্র ১৪৩০, ০৫ সেপ্টেম্বর ২৩