ভোরের স্বপ্ন মাখা জোয়ার
যেনো দেহের আনন্দ দোলা দুপুর;
বিষন্ন গড়ে আসে বিকেল-
অথচ সন্ধ্যার আর্তনাদ ভুলে যাই!
যুগের অপেক্ষা থাকা প্রহর!
কৃষ্ণচূড়ার স্বপ্নগুলো মরে যায়নি
কোন ঘূর্ণি ঝড়ে- তারপরও
বেঁচে থাকার আকুতি, সোনালি রাত
প্রণয়ের শাখায় উপশাখায়
প্রজাপতি ঘুরে ফিরে নীল জোছনায়।


১৬ কার্তিক ১৪২৯, ০১ নভেম্বর ’২২