সরিষা ফুল চেয়ে থাকতে ভালোবাসি
রোদ্দুর ছায়া ঘাসে ভাবতে ভালোবাসি
এমন কি অনুভবে ভবে খুঁজি রাত-
ভোর, আর কত কি? এভাবে শুধু
ভালোবাসা নিঃশেষ করতে নেই;
অভিশাপ চারিদিকে নুনে যাবে-
দেখবে- ভালোবাসার পোকামাকড়;
আর্তনাদে মাটি ভারি হবে, নৈশব্দ-
অথচ আকাশের বৃষ্টি পোড়া মন
দেখবো না শুধু উপলব্ধি নিঃশ্বাস।


১১ আশ্বিন ১৪৩০, ২৬সেপ্টেম্বর ২৩