::::::::::::::::::::::::::::::::::::
ও সোনা তুই - কুচরি ফুলের মত
এ দিন সে দিন কেনো ফোরাইলি-
এ রাত সে রাত বার বার আসইলি;

-বকুল ফুলের গন্ধ ছড়াইল ছড়াইল
দৃষ্টি ও দৃষ্টির বাউড় হইল আর হইল!
স্মৃতির নদে ঝরাইলি শুধু অনুরাগি জল।
০৮-১১-১৭
========