আমি যখন কলাগাছের মতো
দাঁড়িয়ে ছিলাম -ঐ সারি সারি বাঁধের পাশে-
তুমি তখন চাঁদনী রাতে কিরণ দিতে
সোনাধূলির চিরণ চিরণ কলাপাতার আশে!
একমোঠো দুর্বলা কেল্লা ঘাসেরা এখনো আছে-
কলাগাছের সবুজমুড়ানো পাতা নেই
সারিবদ্ধ বাঁধ,জলেরঘাট,সবিআছে আনন্দচিত্তে উল্লাস
শুধু হুতুমবুড়ী চাঁদের ঝালমুড়ি কিরণ নাই।


-দুই চোখ ভেসে যায় সুদূর নীলিমায়
সবুজাঙ্গিনায় নিরব একলা কাছে আসতে চাই !
কত স্মৃতির মাঠভিটার মাঠে খেলার দৌড়-
কাঁচের জগগ্লাশের পুরুস্কার;
হুতুমবুড়ী চাঁদের গায়ে
আজোও নালিশের আড়ি-
সত্যিই কলাপাতার ছায়ায়
আর ফিরব না বাড়ি।


০১/১০/১৬
=======