==================
কর্ম আর জীবন দুয়ে রাখে খন্ড বল
সময় আর দিবারাত দুয়ে রহস্য মুখ-
ভাত আর কাপড় ক্ষুধার্ত চিন্তার সুখ
মাটি আর জল দুমিলে করে যায় খল;


ঘর বাড়ি উঠান সেতো স্বপ্ন দেখা বান
রাস্তা ঘাট মোড় সেতো ঘাসফড়িং দৌড়-
চিনা জানা গল্পের মাঝে সু-সম্পর্কের দূর
রঙে রাঙা তাও রাখে না জীবনের মান।
২১-০৫-১৮
-------------