========================
আকাশ দেখি নীল বুকের মাঝে হিলমিল!
বেদনার মেঘে বৃষ্টি শ্রাবণ ভিজা মাঠ-
থৈ থৈ ভরা জল-ঢেউ ভাঙে সমাতল!
তবুও আকাশে পৃর্ণিমা পাশে নোনা বেদনা-


আঁধার ডাক আয়না দলছুঁট মিছিলে কত রঙের বায়না
কাক, শ্যামা গান গাওয়া সন্ধ্যামালতী শুনে না।
শুনবেই বা কিসে শূন্য ধুয়া ক্লান্তি মিছে-
বকুল,চেমলী গন্ধাহারা দিশাহারা উড়ন্ত রাস্তার বাঁকে;


হিমালয় ছেড়ে যাচ্ছে রঙকর দেহ ঐ আকাশ নীল
অতঃপর একদিন প্রেমহীন করবে হিলমিল।
২৩-১১-১৭
=======