ঐখানে সরিষা মাঠ, হলদে রঙের কন্যা-
একটা শালিক গান গেয়ে যায়!
কন্যার কত দুরন্তপনা-মায়ের তরে
কন্যা নাচে- কন্যা কাদের বাড়ি যায়।


ঝিলের ধারে শালিক চেয়ে থাকে
কি হাসির মায়ায়; সত্যি একদিন
কন্যা হেঁটেই চলো দূরের গাঁয়-
আজও সরিষা মাঠে শূন্য শুধাঁয়
কত না আনন্দ বেদনা তার না দায়।
১২-১০-১৭
++++++++