স্বপ্নের আশা নিস্তব্ধ
সোনালি মাঠে ধানগুলো
দুলছে, এক সাদা শালিক-
এখন দূর আকাশে উড়ছে
দৃষ্টির মায়া ঝরছে কষ্ট কায়া ;
ধান কাটা নবান্নের গন্ধ
আয় ছুটে আয় শালিক-
অশান্ত মাতাল ঝড় বইছে
থামবে না এই নীরব বাদল
স্বপ্ন পরনের মাঠে হাহাকার
সান্ত্বনার নির্ঘুম চোখ- শেষ
শ্রাবণের জোছনা ডাকছে।


০১ ভাদ্র ১৪৩০, ১৬ আগস্ট ২৩