বিবেক বোধ চেতনা এখন নাফ নদী
হারমানেছে পদ্মা, যমুনা আর বাঙ্গালী-
রক্ত পান করে মাংস খায় মায়নমার মতো
সুশিক্ষিত কথাবলার হায়না জানোর গুলি-
কিয়ামতের ভয় নাই ডাইনোছর
তারাই জেনো প্রভু আত্মা ঈশ্বর !


তবুও কাযক্রমে ঈশ্বরহীন, অতঃপর-
বিবেক বোধ চেতনাতে আছে অনীল-
ঠিক আয়নাবাজির ভাঙা কাচের মতো
রেখেছে বুক পকেটে সুশিল;
টেরা বয়রা রঙিন চোখে দেখছে
রাখাইন আরাকান বুক পেট দেহ ঊর্মিল-
ওরা নাকি বাংলাদেশী ঊর্বশী অনল;
তাহলে রাখাইন আরাকান এই অবস্থায় ফিরে দাও।
১৯-১০-১৭
======