খোসকা গাছের ডালে
ঐ ছোট্ট পাখি টুনটুনি-
প্রাণ চঞ্চল- দুরন্তপনা
মুগ্ধতাই সাজাতো রঙধনু বিকাল
দেখতে দেখতে সন্ধ্যায় ঘরে ফেরা
অস্থির দৃশ্যবিবরল এলেমেলো
ছবি আঁকা আরকত কি? ভাবনা;
টুনটুনি পাখিটা- বহুদূর উড়বে,
এই সব ভাবনা, ভাবে না-
শিশির সিক্ত ভোরে ভেজা ঘাসে
আলোকিত সূর্যের হাসি, আরও
সুন্দর আনন্দ করে টুনটুনি পাখি।


০৫ আশ্বিন ১৪৩০, ২০ সেপ্টেম্বর ২৩