কিছু কিছু নীরবতা দৃশ্য ছবির
উল্টো চাদরে ভয় হয়-
গুর্মে থাকে ক্রোধ
এমনটি নীরবতার ক্ষয়;
চোখের পাতায় পাতায়
আগুন জ্বেলে উঠে নিরাময়।
ঐ গাঁয়ের আকাশে থাকত
তেমনী একটি চাঁদ-
আলো না পেতে সারা দেহ
রাঙিয়ে যেতো ঝিমঝিম-
মনটা হতো আইলপাথারের মত
আঁকা বাঁক রাগ;
অতঃপর চাঁদ দেখেছি যখন
নীরবতার উচ্ছ্বাস-
চঞ্চল সুর বেজে উঠতো
শত ভাবনার রিনঝিন !
১৪-১০-১৭
======