থাকবো নাতো কেহ বেছে
সবাই যাবো পঁচে মিশে।
কিসের এতো বাহাদুরি,
আসুন,আল্লাহকে স্বরন করি।
কি সুন্দর সাজাবে তোমায়-
পড়াইয়া সাদা পোশাকে।
দলে দলে আসিবে সবাই -
দেখিতে তোমাকে।
দালান বাড়ি, সোনার ঘর,
সবই হবে অকেজো ঘর ।
সাড়ে তিন হাত মাটির ঘর,
সেটাই হবে আপন ঘর।
যতই থাকো শক্তিধর ও ক্ষমতাবান,
ইশারাতেই কেড়ে নিবে প্রাণ।
আসুন আল্লাহ কে স্মরণ করি,
পর-কালের কাজ করি।
জালেমেরা জুলুম করে,
ফেরাউনের কথা কি মনে পড়ে?
মাফ পাবেনা অত্যাচারীরা,
বিচার পাবে নির্যাতিতরা।
যতই করো গাড়ী-বাড়ী,
যেতে হবে সবই ছাড়ি।
অবৈধ অর্জনে হবেনা তো লাভ,
পরকালে নিবে যে হিসাব।
যাদের জন্য করবেন পাপ,
কেউ নিবে কি পাপের ভাগ?
মরণ কালে কাঁদবে যে-জন,
সে-জন তোমার আপনজন।
জীবনের রঙ্গীন দিন,
কারো থাকবে না চিরদিন।
অন্ধকারে মাটির ঘরে,
থাকতে হবে সঙ্গী-হীন।
অন্যায় কাজের ইচ্ছে-শক্তি,
শয়তানের সাপোর্ট পায় সত্যি-সত্যি।
করবো না আর গুনাহের কাজ,
এসো শপথ করি সবাই আজ।
আসুন পাপকে ঘৃণা করি,
আল্লাহ তায়ালাকে স্মরণ করি।
নামাজ পড়ি রোজা রাখি,
আল্লাহর উপর ভরসা রাখি।