আমি চাই মেডিসিন
কাজী আলম ভূঁঞা
আমি চাই মেডিসিন,
পাকা ফল ও পচন ধরে না
যেমন আছে ফরমালিন
একবার খেয়ে সাতদিন থাকবো
ক্ষুধা মেটাবে মেডিসিন।
দ্রব্যমূল্য যতই বাড়াও
করতে চাইনা ঋণ
সপ্তাহে ভাত একবার খাব
ক্ষুধা নিবারণের মেডিসিন।
বিদ্যুতের লোডশেডিং এ
জনদুর্ভোগ নয় রাত-দিন
গরম থেকে রেহাই পাব
এমন কিছু মেডিসিন।
ট্র্যাফিক জ্যামে আটকে রাখেন
প্রয়োজনে সারা দিন
সঠিক সময় পৌঁছাতে চাই
এমন কিছু মেডিসিন।
তুচ্ছ তাচ্ছিল যতই করেন
শ্রমের কাজে রাত-দিন
শ্রমিকরা যেন মর্যাদা পায়
এমন কিছু মেডিসিন।