নিজের বিবেক বন্ধকি রেখে
পরের কথায় করো কাজ
সামান্য কিছু স্বার্থের জন্য
সততা করছো ধুলোস্বাৎ।


তুরুপের কার্ড হয়ে তুমি
অন্যায় ভাবে করছো কাজ
পাপের বোঝা মাথায় নিয়ে
নিজের বিবেক খাইছো আজ।


বিবেক তোমার ওয়াশ করেছে
পাপের মাইনা পেয়েছো কিছু
মিথ্যার সাথে হাত মিলিয়ে
চলছো তাহার পিছু পিছু।


নিজের বিবেক নিজের বুদ্ধি
দ্রুত করো আত্ন সুদ্ধি
সত্য নিয়ে-ই যুদ্ধ করো
বিবেক টাকে শুদ্ধ করো।
-----------------
রচনাকাল :২৮-০৪-২০২৪ খৃঃ
স্হানঃ ময়মনসিংহ।