বিদায় আমার মা-বাবা
কাজী আলম
-----------------
বাবা হারালাম বৃহস্পতিবার
সময় সকাল এগারোটা
একুশে নভেম্বর ২০১৯ সালে
বাজলো বিদায় ঘন্টা।
বাবার বিদায় সংবাদ পেলাম
কেউ ছিল না পাশে
তখন আমি চাকরি করতাম
শেখ হাসিনা সেনানিবাসে।
আমার মা হারালাম শুক্রবার
সকাল ৮-টা দশে
শেষ নিঃশ্বাস ত্যাগের সময়
বসা ছিলাম পাশে।
১০-ই মার্চ ২০২৩ এ আমার
মা নিয়েছেন বিদায়
মা-বাপ বিহীন ঘরগুলো যে
কাঁদায় শুধু আমায়।
আমার মাকে রেখে বাবা আমার
দু'বছর আগে গেলেন চলে
সেইম ঠিকানায় ক'দিন আগে
প্রিয় মা-ও গেলেন বলে।
আমার মা নেই বাবা-ও নেই,
নেই-তো তারা ঘরে
এখন শুনছি সবাই আমায়
এতিম গণনা করে।
যার ঘরেতে মা-বাবা নেই
হতভাগা-ই হয় সে
জালা-যন্ত্রনা সন্তান ছাড়া
বুঝবেই বা আর কে?
আমার মা-বাবাকে ধাপে ধাপে
রেখে আসলাম কবরে
সেই স্মৃতিগুলো ভেসে বেড়ায়
যন্ত্রণা দেয় আমারে।
আমি সব সময়-ই দোয়া করি 🤲
তোমরা জান্নাতবাসী হও
হাত বাড়ালেই আসবো আমি
যদি কোলে তুলে লও।
------------------------
রচনাকাল : ফেব্রুয়ারি ২০২৩ খৃষ্টাব্দ।
স্হান : রাজনগর, কেন্দুয়া - নেত্রকোনা।