ঈদের খুশি
কাজী আলম ভূঞাঁ
----------
ঈদ এসেছে ঈদ এসেছে
নিসা মণি হাসে
হরেক রকম পোশাক পরে
আনন্দে সে ভাসে।
লিপষ্টিকে ঠোঁট রাঙ্গাবে
নেইল পলিশে নখ
মেহেদি পড়ে হাত রাঙ্গাবে
নিসা মণির সখ।
শহর থেকে গ্রামে এলো
ঈদ করবে বলে
প্রতিবেশী সবার সাথে
হাসি খুশিতে চলে।
নুডলস খাবে সেমাই খাবে
সাথে নঁকশি পিঠা,
খুরমা পোলাও সবই খাবে
মুখ যে হবে মিঠা।
ঈদ এসেছে ঈদ এসেছে
নিসা নাসিফ হাসে
সমবয়সি সব পোলাপান
ঈদ আনন্দে ভাসে!
-----------------------