পরের কাজ দিবা রাত্রি
করে গেলাম আমি
নিজের কাজ করতে আমায়
দেওনা সময় তুমি।
মাথার ঘাম পায়ে ফেলে
করি অন্যের কাজ,
অসুস্থতায় ভোগার পরেও
বিশ্রাম পাইনি আজ।
নাই কামেও ব্যস্ত রাখে
ক্রেডিট নিবে বলে
নিজের কাজের সুযোগ চাইলে
শ্রম যাবে জলে।
বিনা দোষে দোষী বানিয়ে
দেয় যে কত সাজা
অকারণে সাজা দিয়ে
পায় যে কত মজা।
মেজাজ হারা কতোক বস
দেয় যে অন্যায় কমান্ড
প্রতিবাদের ভাব দেখালে
আসে বদলির ডিমান্ড।
গোলামের সাথে মনিবের আচরণ
হইতো যদি ভালো
গোলামের মুখের অন্ধকারটা
ফুটে উঠতো আলো।
পেটের দায়ে সকল কষ্ট
সবই মেনে নিলাম,
মনিব দেখে করি সালাম
কারণ আমি গোলাম।