কবিতা
         ঈমান
     কাজী আলম ভূঞাঁ

     কেউ হইও না বেইমান,
          সবাই রক্ষা করো ঈমান।
    মিথ্যা বর্জনে সত্য বলি,
         ঈমানের ভিত্তি শক্ত করি।

    যে যেখানে যাই করি,
          নামাজকে আঁকড়ে ধরি।
    চুগলখোরি বিধ্বস্ত করো,      
          ঈমান-আমল সঙ্গী করো।

    যারা মুখোশধারী করে বেইমানি,
         তারা ঘৃণার পাত্র সবাই জানি।
    অনেক কিছু হজম করি,
        বুঝতে পারছ লেবাসধারী?

    এসো লেবাসধারীকে ঘৃণা করি,
        সবাই সত্য বলার অভ্যাস গড়ি।
    আপনী মিথ্যা বলে মিষ্টি হাসেন,
        নিষ্পাপ ব্যক্তি ফাঁসিতে ঝুলেন।

    ইসলামের নির্দেশনা মানো সঠিক,
          তবে ঈমান আমল থাকবে ঠিক।
       কুরআন শরীফের আলো,
             ঘরে ঘরে জ্বলো।