যাবনা আর প্রবাসে
কাজী আলম ভূঁঞা
---------------------
প্রবাস জীবন অতি কষ্টের
সবাই তোমরা জানো
মাথার ঘাম পায়ে ফেলেও
থাকতে পারিনা ভালো।

প্রবাস থেকে বাবা হারালাম
দেখতে পারি নাই
মায়ের বেলায়ও একই দশা
দুঃখ আমার তাই।

টাকা পয়সা সোনা-দানা
নিয়ে ভাগলো স্ত্রী
যৌতিক মামলা দিয়ে বলে
তোমায় শিক্ষা দিতেছি।

স্ত্রী হারালাম পরকীয়ায়
সন্তান হলো নষ্ট
আমার চেয়ে এই দুনিয়ায়
কার বা আছে কষ্ট।

আমি যাবনা আর প্রবাসে
জেলখানাতেই থাকবো
ঐ খানেতে হোক  মরণ
প্রবাস জীবন ছাড়বো।