প্রেম সাগর,
প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে অনেক তরুণ,
তরুণীরা ফাঁদ পেতেছে বুঝলে নারে অরুণ।

বিদ্যা বুদ্ধি সব হারিয়ে মাথায় দিলে হাত
তরুণীরা খাইছে সবই এটাই নারীর জাত।

গাড়ি-বাড়ি মাসিক আয় আছে তোমার কত?
সব কিছুর হিসাব নিয়ে ফাঁদে ফেলবে ততো।

স্বার্থ ছাড়া এক কদম ও আগাবেনা যে তারা
তোমার চেয়ে ভালো পেয়ে গোন্ডা নিবে ভাড়া।

কত পাপী যে ধ্বংস হলো নারীর ছোবলে
তরুণ তোমরা পড়িও না ভাই নারীর কবলে।

প্রেম সাগরের ভয়ঙ্কর রুপ যারা পড়েছে জানে
জীবন যৌবন শেষ করিয়ে তার পরে তা মানে।