সমাজে সাধারণত দুই ধরণের লোক বাস করেন।
যাদেরকে কালের নির্ধারণে অথবা
যোগ্যতার কালক্ষেপনে
অপাঙক্তেয়-জ্ঞান করা হয়।
প্রথম জন হলো বোকা সম্প্রদায়ের--- বেশি প্যাঁচ-ঘোঁচ বোঝেনা।
সমাজের এইসব বোকা
আর সরল-সহজ চরিত্রগুলোর মুখে
যতসব বেফাস প্রশ্নগুলোর উত্তরেই
কুট-কৌশল আর কুমন্ত্রণার সত্য-তত্ব
বের হয়ে আসে; যদিও এর মধ্যে
বিন্দুমাত্র প্রজ্ঞার গন্ধটুকুও নেই।
কিন্তু যেটা বের হয়ে আসে, সেটাই আসল।


আর দ্বিতীয়জন প্রৌঢ়---
বয়সের ভারে।
প্রবীণ মুরুব্বিগণ।
সমাজে প্রবীণ এইসব মুরুব্বিরাই হলেন
এক একজন প্রজ্ঞা
আর অভিজ্ঞতার গণগণে অঙ্গার ভর্তি ঘঁটি।
এরা না থাকলে সমাজ
নিজেই কেমন নির্ভার হয়ে পড়ত।
আপাতঃচিন্তায় এদের
কোন প্রয়োজন বলে মনে হয়না, কিন্তু সঠিক মুহুর্তে ঠিকই
তাঁরা তাঁদের রসায়ন ঘেঁটে ঘেঁটে
নিংড়ে দেন, ভাঙাকুলার মত
বিশেষ প্রয়োজনে অবতীর্ন হন
সমাজের স্তম্ভের-গোড়ায়
মাটির শক্ত-পোক্ততা নিশ্চিত করতে।


০৪.০৮.১৫