বহুদিন পর আমি বসিলাম মোর পড়ার টেবিলে
কবিতার বই খানা রাখিলাম মোর পাশে;
হাতে নিয়ে কলম আর একখানা সাদা খাতা
লিখিতে বসিলাম তোমার জন্য একখানা কবিতা।।


সবাই অবাক হয়েছি মোরে দেখে
এই নিঝুম রাতে আমি পড়ার টেবিলে!
এই নিশি রাতে কি লিখেছি আমি ডায়েরিতে?


ভেবে ভেবে রাত গভীর হয়ে গেল,
এদিকে আমার কবিতাও লেখা হয়ে গেল।


এখন আমি ভাবছি কি দিব নাম এই কবিতার!
যে নাম হবে তোমার আমার সুরকার।।


বহুদিন ধরে দেখি না তোমায় আমি,
তাই তো ভেবে ভেবে তোমার ছবি আমি আঁকি।
অতীতের স্মৃতিগুলো ভেবে মনে খুশির জোয়ার এলো,
খুশিতে অট্টহাসিতে উঠলাম আমি মেতে,
উঠল ওমনি সবাই জেগে।


তোমার জন্য সবে ঘুম থেকে উঠলে জেগে,
প্রতি রাতে তোমার জন্য ঘুম ধরে না দু’চোখে
তো তাই তো তোমার নাম দিলাম রাত্রি জাগরণী।