খেকশিয়াল
                 আল-আমিন মোড়ল
থাকেন যদি গাও গেরামে আর হয় যদি সন্ধা কিংবা রাত,
সন্ধা হলেই শুনা যাবে খেকশিয়ালের ডাক।
কৃষি কাজের লোক সমাজে ঘড়ি কে রাখে বল,
সময় হলেই বলে দেবে খকশিয়ালের দল।
সন্ধা হয়েছে মাঠ ছেড়ে বাড়িতে যাও বলে দিবে কে বল,
হুককাহুয়া ডাকে বলে দেবে খকশিয়ালের দল।
ঘুমানোর সময় হয়েছে বলে দিবে কে বল,
সময় মত বলে দেবে খকশিয়ালের দল।
রাত শেষে ভোর হয়েছে বলবে কে ভাই বল,
ঠিক সময়ে বলে দেবে খকশিয়ালের দল।
সুসময়ে ঘড়ির কাজ অসময়ে বাড়ির কাজ কি আর করে বল,
হাঁস মুরগি ছাগলের ছানা চুরি করে তার দল।
চোরের বিচার কুকুর বেটা কি আর করবে বল,
তার পরও বেঁচে থাকুক খকশিয়ালের দল।