মাটির ঢেলা! ও মাটির ঢেলা, এত দম্ভ কিসে তোমার
মারামারি কাড়াকাড়ি হিংসা দ্বেষ- কিসে এত অহঙ্কার?
একটু দমের মাথায় চলো অথচ তোমার কি প্রচন্ড প্রতাপ
কিন্তু খবর নেই কখন নিভে যাবে তোমার প্রাণপ্রদীপ
নিশ্চয় জানো- একদা ছিলেনা তুমি কিছুই
নাপাক দ্রবণ থেকে তোমাকে করা হয়েছে সৃষ্টি
দিনে দিনে বড় হয়েছ তুমি শক্তি রূপ মেধায়
কি ভেবেছ তুমি- ‍নিজে অমর অব্যয় অক্ষয়?
বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভালো মন্দ জ্ঞান থাকতে
সমস্যা কোথায় তোমার স্রষ্টাকে চিনতে
কে তোমার আহার জোটায় কে চালায় দমে দমে
বিপদে কে উদ্ধার করে- কেনো ভুলে যাও ক্ষণে ক্ষণে?


মাটি দিয়ে গড়ে তোমায় করেছে আশরাফুল মখলুকাত
অথচ কাজে কর্মে প্রায়ই প্রকাশ করছ বিপরীত
নিষেধ করা হয়েছে যা, সেটাই করো বেশি
আদেশের কাজে তোমার কেনো এত অসম্মতি
কেমন বোকা তুমি- স্রষ্টাকে ছাড়ি সৃষ্টির করো পুজা
সময় থাকতে কেনো ধরোনা তুমি সঠিক রাস্তা
প্রতিদিন কতজন পরপারে যায়, নিজের মেধা শক্তিও নিঃশেষ প্রায়
তাও কেনো তোমার হুশ নাহি হয়
দিন দিন করে শেষ করে ফেলেছ সময় প্রায়
হঠাৎ আসবে ডাক- কি জবাব নিয়ে যাবে সেই বিচারালয়
ভালো কাজে ভালো ফল, কষ্ট হবে যদি করো হেলা
দমটুকু ফুরিয়ে গেলে আবার ‍তুমি সেই মাটির ঢেলা!