আমি বুদ্ধির ফেরি করি,বুদ্ধি বিক্রি করেই জীবিকা নির্বাহ করি
"এই বুদ্ধি লাগবে, বুদ্ধি, সব রকম বুদ্ধি, সব সাইজের বুদ্ধি,
ছোট বুদ্ধি-বড় বুদ্ধি, সরল বুদ্ধি-বক্র বুদ্ধি
মোটা বুদ্ধি-চিকন বুদ্ধি, গ্রাম্য বুদ্ধি-শহুরে বুদ্ধি
ডান বুদ্ধি-বাম বুদ্ধি, বাঙালী বুদ্ধি-বাংলাদেশী বুদ্ধি
রাজনীতিক বুদ্ধি-সুশীল বুদ্ধি, দেশীয় বুদ্ধি-আন্তর্জাতিক বুদ্ধি,
-এই বুদ্ধি লাগবে, বুদ্ধি, যার যে রকম দরকার সে রকম বুদ্ধি"।
আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই কিংবা সাংবাদিকতা করি অথবা করি ওকালতী
আমি সাবেক আমলা কিংবা রাষ্টদূত নতুবা লেখক-শিল্পী
আমি কনসালটেন্সি করি,কলাম লেখি,অভিনয় করি,হালের টকশোতে টক করি
আমি লেজুরভিত্তি করি রাজনৈতিক দলের,পদলেহন করি নেতাদের।
আমার স্বভাব গিরগিটির মত; প্রয়োজনে রং বদলাই,তেলাপোকার মত; সর্বভুক,
আমি কেঁচোর মত; দু'দিকেই চলতে পারি,
আমি ব্যাঙের মত; সময়ে শীতনিদ্রায় যাই, শিয়ালের মত; গর্তে মুখ লুকাই
আমি ফুলের মত; আমা হতে কেউ নেয় সুবাস,কেউ মধু কেউবা বিষ
আমি  অতীব তরলীয়; যখন যে পাত্রে রাখা হয় ,ধারণ করি তার রূপ।
আমি বহুলাংশে দলকানা, বিবেক অন্ধ বিবৃতিজীবি
আমি স্রোতের অনুকূলে পাল তুলি,একান্ত আজ্ঞাবহে জোটবদ্ধ বিবৃতিতে সই করি
আমি আপদমস্তক একজন বুদ্ধি বিক্রেতা, বুদ্ধি বিক্রি করেই জীবিকা নির্বাহ করি
                                        -আমি দেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবি।