জাগিয়ে দে
আলী আমজাদ আল আজাদ

কে আছে ভাই ‍রুখে তোরে অগ্নি শিখা জ্বলে?
তুই যে মুমিন! তুই যে বীর তৌহিদী পাল তুলে!

আসুক বাধা আসুক ঝড় নাহি যাস তুই ভুলে
তুই যে গাজী তুই যে শহীদ রক্ত ঝরা জলে।

অগ্রে থাকিস বীর সেনানি যুদ্ধ্ যখন বাধে
কে আছে ভাই রুখে তোরে থাকিস যদি সাধে!

কেমন করে শত্রু ওরা, তোর ঘরে ভাই অগ্নি জ্বলে ?
কেমন করে তাগুদেরা ,তোর দলের শির টানে?
পাকড়াও করে তোর ঘাটি?
ভেঙ্গে দেয় মসজিদ খুটি?

কেমন করে চুপসে মুমিন হাত ঘুটিয়ে ভুবন পানে
কেমন ঈমান অন্তর পানে চুপসে থাকিস যুদ্ধ্ শুনে ?

কেমন করে আল্লাহ’র গোলাম শত্রু দেখে পাাতাল ফুঁড়ে
কিসের ভয়ে পালিয়ে থাকিস ওরে মুমিন নশ্বরে ?
ক্ষণিক জীবন পার হয়ে যায়
থাকিস তুই কিসের আশায় ?

সম্মুখে তোর বিপদগিরি যুদ্ধ রণের হাত ছানি-
হক বাতিলে যুদ্ধ্ রণে ডাকছে কবি এখনি
কিসের ভয়ে ওরে মুমিন!
জাগিয়ে দে অন্তর ঈমান!!

আল্লাহ’র গোলাম কেমন করে হার মানে রাতারাতি?
আল কোরআনের ধ্বনি তুলে ওরে মুমিন উঠরে মাতি ।

কে আছে ভাই ‍রুখে তোরে অগ্নি শিখা জ্বলে?
তুই যে মুমিন! তুই যে বীর তৌহিদী পাল তুলে!