(ঢাকার)......
ধানমন্ডির এক মেয়ে আমি লেকের ধারে বাড়ী ,
মোবাইল ফোন ব্যস্ত আমার চালায় নতুন গাড়ী।।


ভয়েস কলে কথা বলে কবি হয় মেসেজে
গায়ক হয়ে গান যে শোনায় ছবি চায় ইনবক্সে
রোমিওর জ্বালায় জ্বলিয়া মরি হায় কী করি।।


র‍্যাপ
(নিঝুম দুপুর ঊষা প্রভাত সাঁঝ বেলা মাঝ রাত,
হাসি ঠাট্টায় চায়ের আড্ডায় কাকে ধন্য করি ।।
কাকে গন্য করি।।)


ফাস্টফুডের কফি কর্নারে লাঞ্চ ডিনারে ডাকে
কাহার পাশে বসে থাকি সাড়া দেই যে কাকে
ভাবখানাতেই মনে হয় যেন আমি শুধুই তারই ।।


র‍্যাপ
(কেউ বলে সুইট ডার্লিং কেউ হাই বেবি গুডমর্নিং,
ফ্রেন্ডস সার্কেলের উইশিং মিটিং জমে সুপার ডেটিং)


ড্যাশিং পোজে সেলফি চায় যে একটু তাদের পাশে
কাছে পেলেই মুগ্ধ হয়ে শুধুই মুচকি হাসে
কার আশ্বাসে ভরসা করি কার হাতটি ধরি।।