দোয়েল গায় গাছের ছায়ায় , প্রাণের সুরে সুরে
দিনের আলোয় সাঝেঁর বেলায় প্রতি ভোরে ভোরে ॥
গাছের ছায়ায় লতায় পাতায়
লাফিয়ে বেড়ায় নেচে গায়
লেজ দোলায় মন নাচায় , চলে উড়ে উড়ে ॥
দোয়েল গায় গাছের ছায়ায় , প্রাণের সুরে সুরে
দিনের আলোয় সাঝেঁর বেলায় প্রতি ভোরে ভোরে ॥
মায়ের চোখের তারায় তারায়
মণি হয়ে জ্যোতি ছড়ায়
আপন আভায় শোভা বাড়ায় , অতি সুরে সুরে ॥
দোয়েল গায় গাছের ছায়ায় , প্রাণের সুরে সুরে
দিনের আলোয় সাঝেঁর বেলায় প্রতি ভোরে ভোরে ॥
                                         ২৮.১১.১৯৯৯