ও দয়াময় দয়ার সাগর পরপারের কান্ডারী
তুমি যদি না কর পার সাগরে ডুববে তরী ।

জোয়ারের টানে কর পার
দমকা হাওয়ায় ডুবাও আবার
তুমিই তো সব পারাপার নাও পার করি ।।


তুমি যদি থাকো পাশে কোন ভয় নাই
একূল ওকুল দুকূল আমি পার হতে চাই ।


তুমি জোর দিলে দীলে
আঁধার পথে দীপ ঝলে
অথৈই সাগরেও পথ মেলে কূলের তরী ধরী ।।



ও দয়াময় দয়ার সাগর পরপারের তরী
তুমি যদি না করো পার  ডুবে যাবো মরি ।।


তুমি-
জোয়ার ভাটায় পারাপারে
সাথে রেখো এই আমারে
তোমার দয়ায় খেয়াপারে লাগেনা রে কড়ি।।


তুমি যদি থাকো পাশে নাইরে কোনই ভয় নাই
মাশুল ছাড়াই একূল ওকূল আমি পার হয়ে যাই।


তুমি-
বুকে সাহস শক্তি দিলে
আঁধার পথে দীপ জ্বলে
অথৈ জলে পথও মিলে চলি তোমায় ভরসা করি।।