ছঃ তুমি যে আমার গীতি কবিতার উপমা ছন্দ ধারা
মঃ তুমি যে আমার ভরা বরষার বৃষ্টি পাগল পারা ।।


ছঃ তুমি কবিতার খাতার পাতায় প্রেমের হাজার কবিতা
মঃ তুমি শ্রাবণের বাদল ধারায় মাতাল খুশীর বারতা
কোরাসঃ তোমার হাতের ছোঁয়ায় ছোঁয়ায় হই গো আত্মহারা ।।


ছঃ তুমি কাছে এলে কবিতা লেখার প্রেরণা যে খুঁজে পাই
মঃ   তোমার পরশে অসীম প্রণয় পারাবারে ডুবে যাই ।


কোরাসঃ লা লা চঞ্চলা ও হো হো চপলা  রুপালী জোছনা  রাতে
               আ হা রে দু‘জনে চলি একি পথে হাত রাখি হাতে হাতে
                আমারা আজকে এক দিগন্তে মিশে হই দ্রুব তারা ।।


মাত্রাবৃত্ত
৬-৬-৬-২
১২-১১-২০২০



ছ : তুমি আমার গীতি কবিতার উপমা ছন্দ ধারা
ম : তুমি আমার ভরা বরষার  বৃষ্টি পাগল পারা ।।


ছ: তুমি কবিতার খাতার পাতায় প্রেমের কবিতা
ম : তুমি শ্রাবণের বাদল ধারায় আনন্দ বারতা
কোরাস :একটু হাতের ছোঁয়ায় ছোঁয়ায় হই তন্দ্রা হারা ।।


ছ :তুমি কাছে এলে কবিতা লেখার প্রেরণা পাই
মঃ তোমার পরশে ভালোবাসার সাগরে ডুবে যাই ।

কোরাস:লা ..লা...চঞ্চলা চপলা সারাবেলা চাঁদনী রাত
                      দু’জনে একসাথে হাতে রাখলে  হাত
                     মুগ্ধ আমাদের পৃথিবী মুগ্ধ চাঁদ তাঁরা ।।


২৫-০৭-১৯৯৯
নপলা,আজিমমপুর ।