রত্না- তুমি কী করলে হায় !
শুধু কিছু ইফতারির আশায়
পাশে বাড়ীর নীলার বাসায় ।।


না হয় কিছু ছোলা মুড়ি
তোমায় দিলো বুরিবুরি ,
কিছু খেলে কিছু নিলে
হাতের কাছে যা পেলে,
তাই বলে যা খাওনি
নরম হাতে যা ছোঁয়নি
তাই খেয়েছ বলে দিলে ?


দেইনি তোমায় কাবাব সরমা
হালিম ডালিম ডাব খোরমা
এই নিয়েই কি মুখভার ?
রমজানের কথা মনে রেখো
অল্পেই না হয় সন্তুষ্ট থেকো
সংযমেই তো বড় অহঙ্কার ।।


আমি জানি তুমি পেটুক না
খাওয়া নিয়ে যাই ঘটুক না
উঠুক না ঈদের চাঁদ আকাশে
ফিরবো আজ খুব তাড়াতাড়ি
কিনে নিয়ে মজার ইফতারি
খাবো তোমার পাশে বসে ।।


বেলা-১ঃ১০মিঃ ০১.০৭.২০১৫।