আহা, রৌদ্র ঝরা বৈশাখে,কৃষ্ণচুড়ার শাঁখে শাঁখে
লাল লাল ফুল ফুটেছে,অপরূপ ঝাঁকে ঝাঁকে ।।
সবুজ পাতার শাড়ী পরে
আগুন লাগা রূপটি করে ,
দোলে হাসে খুবটি করে,মন ভুলিয়ে রাখে ।।
আহা, রৌদ্র ঝরা বৈশাখে,কৃষ্ণচুড়ার শাঁখে শাঁখে
লাল লাল ফুল ফুটেছে,অপরূপ ঝাঁকে ঝাঁকে ।।
দখিনা হাওয়ায় গাছের ছায়ায়
বাউল বসে গান শোনায় ,
উদাস পথিক চুপটি তাকায়,বিভোল হয়ে থাকে ।।
আহা, রৌদ্র ঝরা বৈশাখে,কৃষ্ণচুড়ার শাঁখে শাঁখে
লাল লাল ফুল ফুটেছে,অপরূপ ঝাঁকে ঝাঁকে ।।