ওগো লজ্জাবতি লাল ফুলমতি,মুখ ঢেকোনা লাজে
নিলাজ মুখে  চোখ রেখে,মনে সুর বাজে  ॥
সুরভী হাস্নাহেনায় বেণী খোপাঁয়
বকুল ফুলের মালা গলায়
লাল টিপে রূপ ছড়ায়,মায়াবী মোহন সাজে ॥
ওগো লজ্জাবতি লাল ফুলমতি,মুখ ঢেকোনা লাজে
নিলাজ মুখে চোখ রেখে,মনে সুর বাজে  ॥
দেখতে দিও ওগো প্রিয়ো
রাঙা ঠোঁঠের হাসি অমিয়ো
আপন করে কাছে নিও,তোমার সকল কাজে ॥
ওগো লজ্জাবতি লাল ফুলমতি মুখ ঢেকোনা লাজে
নিলাজ মুখে চোখ রেখে,মনে সুর বাজে  ॥


*********