পৌষ মাসে উষা শেষে প্রথম আলোর পরশে,
শিশির ফোঁটায় ধানের পাতায়,মুক্তা হাসে হরষে ।।


ধানের ঘ্রানে প্রানের সুবাস,
ভরে দিলো আমার নিবাস,
চোখের তারায় পুলক আভাস,সোনা রূপার পরশে ।।


ক্ষেতে ক্ষেতে সোনার ধানে ভরি আঁচল পেতে
পিঠা পুলির ঘ্রাণে মেখে হৃদয় উঠে মেতে।।


মাঠে মাঠে ধানের খেলা
প্রানে প্রানে খুশীর মেলা
গানে গানে সারা বেলা,জীবন ভরে সরসে ।।


১৯-০১-২০০০
ছায়াবীথি,শ্রীবরদী,শেরপুর।