পাখির কাকলী সারা ঘন বনে সুরের ঝরনা হয়ে বাজে কানে
আকুল মায়ায় আবেশ ছড়ায় সে সুরধারায় মধু গানে গানে।।


চোখের পলকে রোদের ঝলকে উড়ে কাছে আসে,
পাশাপাশি বসে গান গায় রসে উল্লাসে হাসে
সুরে যাদু মাখা তাই কাছে থাকা সুর কাছে টানে।।


সবুজ পেরিয়ে বনানী ছাড়িয়ে দূরে বহু দূর
যেখানেই যাই শোনতে যে পাই সুধা ঝরা সুর
পাখী গায় শিসে আমি যাই মিশে সুরে সব খানে।।


মৃদ হাওয়ায় শুকনো পাতায় মধুর গীতালি
মন কেড়ে নেয় প্রাণ ভরে দেয় গানের মিতালী
সবুজ ছায়ায় গানের মায়ায় শুধু টেনে আনে।।


০৭-১১-২০২০


পাখির কাকলী সারা ঘন বনে সুরের ঝরনা হয়ে আসে কানে
আকুল মায়ায় আবেশ ছড়ায় সে সুরধারায় সেই গানে গানে।।
চোখের পলকে রোদের ঝলকে উড়ে কাছে আসে,
পাশাপাশি বসে গান গায় রসে উল্লাসে হাসে
সুরে যাদু মাখা তাই কাছে থাকা সুর কাছে টানে।।
সবুজ পেরিয়ে বনানী ছাড়িয়ে দূরে বহুদূর
যেখানেই যাই শোনতে যে পাই সুধা ঝরা সুর
পাখী গায় শিসে আমি যাই মিশে সুরে সব খানে।।
মৃদ হাওয়ায় শুকনো পাতায় মধুর গীতালি
মন কেড়ে নেয় প্রাণ ভরে দেয় গানের মিতালী
সবুজ ছায়ায় গানের মায়ায় শুধু টেনে আনে।।


০৫-০৫-২০২০


পাখির কাকলী বনে বনে,কিযে সুধা গানে গানে...
ক্লান্তি ছেড়ে শান্তি আনে,আনে সবার মনে মনে।।
পাখির পালকে চোখের পলকে,থমকে যে যায়
দিগন্ত পেড়িয়ে মাঠ ছাড়িয়ে,ঐ দূর নীলিমায়
গাছ গাছালি বনের সকলি,কাকলী যে চায় অঙ্গনে।।
নদীর তীরে বালির চড়ে,পরিযায়ীরা আহার ধরে
কতক রঙে শতক ঢঙে,মন যে রঙিন করে
সোনালী মাঠের ধানের শীষে,আছে মিশে প্রানে প্রানে ।।


( ১২-১২-২০১৬ আজকে একটা ছবিতে মন্তব্য লিখার সময়
ইচ্ছে হল আরো লিখতে তাই লিখলাম ।
কৃতজ্ঞ ঐ ছবিটার কাছে । )