সেজেছি, মেঘকালো চুল টিকলী ফুল সলাক নয়েতা সুলোক
চঞ্চুনাক চমকবালি নথ বিজলী বোলক নয়েতা নোলক ।
দু'কানে কড়ি ঝুমকো মাকড়ী, কর্ণিকা স্বর্ণমধ‌্য কর্ণেন্দ্র-ঢ়েড়ী,
ওজি মকরমন্ডল হিরামঙ্গল,কর্ণপুর নয়েতা মদনকড়ি।
গলায় ঝুলে বুকে ছন্দ তুলে অপরূপা নবযৌবনা উচ্ছলা,
গজমোতি সারিকা নীল লবলিকা একাবলি ভ্রমর মোহনমালা।
নক্ষত্রমালা শঙ্খমালা প্রালম্বিকা চারশিরি গ্রীবাপত্র পাচঁলরী
কন্ঠিমাধুলী চম্পাকলি সিক্রি পাতেশীরি বজ্র সাতনরী।
আরো দিতে চাও? দেহখানি নাও, তোমার উঞ্চ ক্রোড়ে,
সাজিয়ে দাও সাজিয়ে নাও, যেমন ইচ্ছে তেমন করে।
অঙ্গদে শোভা বাকঁ অনন্ত বিভা, বাজু তাড় তাগা কেয়ঁর
হাতে বালা বাউ চুড়িমালা, রত্নাবলি কাঁকন বলয় রত্নচুড়।
নিতম্বে চন্দ্রহার কিঙ্কিনী সূর্যহার,কাঞ্চি বিছা মেঘলা কলাপ,
পদচারনায় সৌন্দর্য ঝরায়, যেন শিশির সিক্ত ফুটন্ত গোলাপ।
পায়ে মল পাহুরা পঞ্চম কড়া বাকঁপাতা, খাড় পোড় পদ্মচুড়
পায়েল বাটারী মঞ্জীর গুঞ্জরী, চাহার নুপুর আরসী ঘুঙ্গুর।
সারাঙ্গ জুড়ে বিচিত্রালংকারে, ফোটাবো উতপ্ত নবযৌবন
সিক্তালিঙ্গনে এসে গভীর ভালোবেসে জাগাও অর্ধমৃত মৌবন।
এত শোভা এত বিভা যত কারূকাজ একান্ত তোমার জন্য
তুমি খুশি হয়ে, দেখ যদি ছুঁয়ে, ধন্য ওগো অনন্ত জীবন ধন্য ।