ও আমার প্রাণের বাংলাদেশ তুমি যে আমার জন্মভূমি
গৌরবে সৌরভে ভরে উঠে বুক যখন তোমার গায়ে চুমি ।।


কলকল খলখল কত নদীর অমিয় জল
ঝলমল মখমল কত গাছের ফুল ফল
নির্মল বায়ু বয় অবিরল ধন্য তোমার খাঁটি জমি ।।


পথেপথে ঘাটেঘাটে বহমান নদীর তীরে তীরে
লাখোলাখো নরনারীর জীবন তুমি নিলে কেড়ে
সেই স্মৃতি স্মরণ করে তোমার মহিমায় মুগ্ধ আমি ।।


সবুজ সবুজ শ্যামলা শ্যামল বাংলার বনে বনে
গাছেগাছে মাঠেমাঠে পাখীর মধুর গানে গানে
সুখ ছড়ায় আমার প্রাণে সোনার ফসলের আধার তুমি ।।


-১২।০৭।১৯৯৯, –নপলা , আজিমপুর ।