হায় বেহায়া বরষা শাড়ী ভেজায় সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায় লাজে ভেজা গায় ।।
দমকা হাওয়ায় ভিজলো চুল
ঢেকে দিলো লাল কপোল
পথিক তাকায় দৃষ্টি বিলোল কেমনে শুকাবো গায় ।।
বৃষ্টি তোমার সৃষ্টি ধারায়
সারা গায় সাজ হারায়
নিলাজ করো কেন আমায় লাজের ছোঁয়ায় হায় ।।
লাজের তাজ কেড়ে নিলে
অসময়ে গা ভিজিয়ে দিলে
কত নয়নের স্বাদ মিটলে তোমার ছোঁয়ায়  ছোঁয়ায় ।।