আজকাল যে কোন অনুষ্ঠানেই দেখা যায়
গো - বেচারা স্বামী স্ত্রীর ভ্যানেটি ব্যাগটি নিয়ে
বসে বা দাঁড়িয়ে আছে একান্ত বাধ্যগত ছাত্রের মত
‘স্ত্রী’ কথায় ব্যস্ত বান্ধবীদের সাথে একান্তমনে
যা দৃষ্টিকটুর চরমসীমা লংঘন দৃশ্যপটে।


স্বামী কি স্ত্রীর কাছে ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন
না হলে কোন মানসিকতায় স্ত্রীরা এসব করে
স্বামী হোক প্রফেসর, ডাক্তার, ব্যবসায়ী, চাকুরীজীবি
যে কোন সময় ধরাশায়ী হয় স্ত্রী’র আবদারে
যেন রাণীর রাজ্য জয় ও রাজার টু শব্দ নেই।


এ জগৎ সংসারের সম্মানে, স্বামীর মর্যাদা রক্ষায়
স্ত্রী কূলের শুভ বুদ্ধির হোক উদয় প্রতিনিয়ত
সমাজে চলনে, বলনে, কথনে, সামাজিকতায়
স্বামী বেচারা যেন না হয় গোবেচারা
এ হোক স্ত্রী কূলের প্রতি আকুল আবেদন।...


আজকাল যে কোন অনুষ্ঠানেই দেখা যায়
গো - বেচারা স্বামী স্ত্রীর ভ্যানেটি ব্যাগটি নিয়ে
বসে বা দাঁড়িয়ে আছে একান্ত বাধ্যগত ছাত্রের মত
‘স্ত্রী’ কথায় ব্যস্ত বান্ধবীদের সাথে একান্তমনে
যা দৃষ্টিকটুর চরমসীমা লংঘন দৃশ্যপটে।


স্বামী কি স্ত্রীর কাছে ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন
না হলে কোন মানসিকতায় স্ত্রীরা এসব করে
স্বামী হোক প্রফেসর, ডাক্তার, ব্যবসায়ী, চাকুরীজীবি
যে কোন সময় ধরাশায়ী হয় স্ত্রী’র আবদারে
যেন রাণীর রাজ্য জয় ও রাজার টু শব্দ নেই।


এ জগৎ সংসারের সম্মানে, স্বামীর মর্যাদা রক্ষায়
স্ত্রী কূলের শুভ বুদ্ধির হোক উদয় প্রতিনিয়ত
সমাজে চলনে, বলনে, কথনে, সামাজিকতায়
স্বামী বেচারা যেন না হয় গোবেচারা
এ হোক স্ত্রী কূলের প্রতি আকুল আবেদন।