আমি এখনও  তপ্ত  নি:শ্বাস পাই
মাঝে মাঝে উতপ্ত হই কিসের জন্য
জানিনা স্বপ্নচারীর বেশে কি ভাবে
পেলাম তোমার আদর, পেলাম কামনা।


অতৃপ্ত থেকে তৃপ্ত আকাংখায় মন
ভেসে বেড়ায় মেঘের মত, টুপ করে
বৃষ্টি পরে, হদয়ের কোমলতা বাড়ে
জীবনে চাওয়া-পাওয়ার শেষ নেই কখনও।


ছক বাঁধা জীবন যাত্রার ছন্দপতনে
তোমার সেদিনের অকৃত্রিম ভালবাসাটুকু
এখনও হদয়ে রোমন্থন জাগায় মাঝে মাঝে
জীবনে সীমাবদ্ধতার মাঝে অসীমের ছোয়ায়।


প্রতিটি মানুষের জীবনে থাকে অদৃশ্য দৃশ্যপট
দর্শক দেখে শুধু সফল জীবনের মঞ্চায়ন
সোনা যেরূপ খাত ছাড়া অলংকার হয় না
তদ্রুপ জীবনেও  দরকার আছে অজানা স্পর্শের।