বেদনাগুলো উঠে আসে
চোখের জল ভাসিয়ে দিয়ে
যেন জলরাশি দিগন্ত রেখায় যাচ্ছে
শোকের মাতামে এ দৃশ্যপট হয়।


প্রিয়জনকে শেষ বিদায়ের লগ্নে
স্মৃতিগুলো হাতওে চলে
অজানা গন্তব্যে পাখীদের যাত্রায়
আমাদের হৃদয় মন হয় ব্যাকুল।


ডুকরে কান্না, নীরব কান্না, ব্যথিত মন
আমাদের আবেগকে ভেঙ্গে দেয়
প্রিয়জনকে স্পর্শ করে হই আরো শোকার্ত
এ যেন প্রকৃতিতে স্মৃতিকাতর দৃশ্যপট।


আমাদেও কান্নাগুলো হয়ে যায়
হৃদয়ের শূণ্যতার জন্য আবশ্যিক
চারিদিকে বেষ্টিত স্বজনের মুখাববয়
বার বার ব্যথিত মনকে নাড়া দেয়।


চলার পথে জীবন প্রদীপ নিভে যাওয়া
ঘনিষ্টজনদের ব্যাথা ভরা হৃদয়
শুধু বার বার আকুতি জানায়
চোখ খোল হে অনন্ত যাত্রী।